জামিন নিয়ে হত্যা মামলার বাদিকে হত্যার হুমকি


Samiul Monir প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন /
জামিন নিয়ে হত্যা মামলার বাদিকে হত্যার হুমকি

জামিন নিয়ে হত্যা মামলার বাদিকে হত্যার হুমকি
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি \
সাতক্ষীরার শ্যামনগরে হত্যা মামলার আসামীরা জামিনে মুক্ত হয়ে বাদিকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে বাড়িতে ফিরে শুক্রবার সন্ধ্যায় তারা এমন হুমকি দেয় বলে অভিযোগ। এঘটনায় গত ২১ ডিসেম্বর রাতে বাদি মোঃ আলাউদ্দীন শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং ১০৮৫।
মোঃ আলাউদ্দীনের ভাষ্য পাওনা টাকা চাওয়া নিয়ে বাদানুবাদের জেরে গত ২৬ আগষ্ট সকালে তার পিতা মুজিবর রহমানকে পিটিয়ে হত্যা করা হয়। সে ঘটনায় তিনি বংশীপুর গ্রামের বৈদ্র সরকারসহ সুশান্ত, অমল, তাপস, তরুন ও লক্ষিপদ সরকারের বিরুদ্ধে মামলা করেন। ইতিপুর্বে আসামীরা উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন পেলেও গত সপ্তাহে নিম্ম আদালত থেকে জামিন নিয়েছন। জামিন লাভের পর বাড়িতে ফিরে সোনারমোড় এলাকায় তাকে একা পেয়ে মামলা প্রত্যাহার না করলে জীবন নাশের হুমকি দিয়েছেন। এঘটনার পর তার পরিবারের সদস্যরা নিরাপত্তা শংকার মধ্যে পড়েছেন।
তবে অভিযুক্ত বৈদ্য সরকার জানান মামলায় জামিন নিয়ে তারা এলাকায় ফিরলেও কাউকে হুমকি দেননি।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান সাধারণ একটি ডায়েরী করেছেন মোঃ আলাউদ্দীন। বিষয়টি তারা খতিয়ে দেখছেন। বাদিকে হুমকির মত কোন ঘটনার সত্যতা মিললে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।#