শ্যামনগর থানা পুলিশের অভিযানে একশত গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার


Samiul Monir প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৬, ২:০৩ পূর্বাহ্ন /
শ্যামনগর থানা পুলিশের অভিযানে একশত গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

শ্যামনগর থানা পুলিশের অভিযানে একশত গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি \

সাতক্ষীরার শ্যামনগরে মোঃ ইউসুফ খান(২১) নামের এক চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে শ্যামনগর পৌরসদরের মাজাট গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই গ্রামের মোঃ কামরুল খানের ছেলে সে। সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম এর নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব এর সহযোগিতা ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমানের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অবিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় চিহ্নিত ঐ মাদক ব্যবসায়ীর নিকট থেকে একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। যার নং ০৩। পরবর্তীতে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক) ধারায় এজাহারনামীয় আসামী মোঃ ইউসুফ খানকে কারাগারে প্রেরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।#