শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার


Samiul Monir প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৬, ১:৫৭ পূর্বাহ্ন /
শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
  • শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি \

 

সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা পুলিশ পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা ই¯্রাফিল গাজী ওরফে হারা (৬০) কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার উপজেলার ঈশ^রীপুর ইউনিয়নের বংশীপুর এলাকা থেকে উপ-পরিদর্শক সজীব আহম্মেদ তাকে গ্রেপ্তার করে। এসময় তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০ পিচ ইয়াাবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি একই এলাকার মৃত এন্তাজ গাজীর ছেলে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান জেলা পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম স্যারের দিক নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব স্যারের সহযোগিতায় বংশীপুর এলাকা থেকে চিহ্নিত মাদক বিক্রেতা ইসরাফিল গাজী হারাকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় শ্যামনগর থানার এফআইআর নং-০২/ ০৩-০১- ২০২৬ খ্রি. ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে ঘটনাস্থলে তার শরীর তল্লাসী করে ৬০ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। সকল মাদক বিক্রেতা ও মাদক সেবীর বিরুদ্ধে অব্যাহতভাবে অভিযান চলবে বলেও তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।

  • ছবি: পুলিশের অভিযানে গ্রেপ্তার ইসরাফিল।