পিতা-পুত্রসহ বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন বাতিল


Samiul Monir প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন /
পিতা-পুত্রসহ বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন বাতিল

পিতা-পুত্রসহ বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন বাতিল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি \

সাতক্ষীরার শ্যামনগর সংসদীয় আসনে (সাতক্ষীরা-৪) সাতজনের মধ্যে তিনজনের মনোয়নপত্র বৈধ ঘোষনা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। বৈধ হওয়া প্রার্থীরা হলো বিএনপির ড. মোঃ মনিরুজ্জামান, জামায়াত ইসলামীর নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলনের এসএম মোস্তফা আল মামুন মনির।

বিপরীতে সাবেক এমপি এইচএম গোলাম রেজা(গনঅধিকার পরিষদ) তার ছেলে হুসেইন মোঃ মায়াজ( জাপা), জাতীয় পার্টির এ্যাডভোকেট আব্দুর রশিদ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মাস্টার আব্দুল ওয়াহেদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজ আখতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ারীর মধ্যে আপিল করতে পারবেন।

উল্লেখ্য বিএনপির কেন্দ্রীয় কমিটি সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামানকে দলীয় মনোনয়ন দেয়। তবে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন।

জানা যায় চার প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে ভিন্ন ভিন্ন কারণে। মহাজোট দলীয় সাবেক জাপা (এ) এমপি গোলাম রেজার মনোনয়নপত্র বাতিল হয়েছে ঋণ খেলাপি হওয়ায়। তার ছেলে হুসাইন মোহাম্মদ মায়াজ গণধিকার পরিষদ থেকে মনোনয়ন জমা দিয়েছে দাবি করলেও তার মনোনয়নপত্রের সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রত্যয়ন পত্র দিতে পারেনি।

এছাড়া জাতীয় পার্টি (এ) থেকে অ্যাডভোকেট আব্দুর আব্দুর রশিদ মনোনয়নপত্র জমা দিলেও তিনি বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করেননি।

একইভাবে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাস্টার আব্দুল ওয়াহেদ নির্বাচন কমিশনের নির্দেশনা মত এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত কাগজ জমা দিতে পারেনি।